কানের সমস্যায় কুরআন হাদিসের আলোকে চিকিৎসা
কানের রোগ
কানের সমস্যাগুলোর মধ্যে প্রধান হচ্ছে কানে ব্যথা, কান দিয়ে পুঁজ পড়া, কানে কম শোনা, মাথা ঘুরানো ইত্যাদি।
শিশুদের কানে ব্যথা
এটি একটি সাধারণ সমস্যা। ছোট বাচ্চাদের এটি বেশি হতে দেখা যায়। খুব কম বাচ্চাই আছে যাদের জীবনে এ অভিজ্ঞতা হয় না। কানের এই ইনফেকশন থেকে সাধারণত কান পাকা রোগের সৃষ্টি হয়। ছোটদের কানের ইনফেকশনের ঠিকমতো ও পর্যাপ্ত চিকিৎসা না হলে অথবা ঘনঘন ইনফেকশন হতে থাকলে এ সময় কানের ফেটে যেতে পারে। এ রোগীদের কান দিয়ে পুঁজ-পানি পড়ে এবং কান ব্যথা হয়। ধীরে ধীরে এরা কানে কম শুনতে শুরু করে। এক পর্যায়ে এর সংগে মাথা ঘুরানো যোগ হয়। কানের সমস্যার সাথে মাথা ঘুরানোর যোগসূত্র আছে।(যুগান্তর পত্রিকা ১৮ জানুয়ারী ২০২০ অধ্যাপক ডা. জাহির আল-আমিন)
ছেলে-মেয়েদেরকে রাতে খাবের পরেই ঘুমাতে দিবেন না। কারণ এতে বধিরতা দেখা দিয়ে থাকে। তাই ছেলে-মেয়েদেরকে খাবারের দুই ঘণ্টা পরে ঘুমাতে দিবে। ( বেহেস্তী জেওর খ.৯ পৃ. ৮২)
কানের রোগের ঘরোয়া চিকিৎসা
১ নাম্বারঃ- কানের ব্যথা ও যন্ত্রনায় তুলসী পাতার রস অল্প গরম করে তুলি দিয়ে কানে লাগালে ব্যথা ও যন্ত্রনা দূর হবে ইনশাআল্লাহ। (চিরঞ্জীব বনৌষধি খ.১ পৃ.৭৭)
২ নাম্বারঃ- কানে ব্যথা সাধারণত রাতে বেশি হয়। কিন্তু পুজও পড়ে না তবে যন্ত্রনা হয় । যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় সান্নিকের ব্যথা। এক্ষেত্রে করণীয় হলো ভেন্না পাতা ও এক টুকরা আদা থেতো করে শরিষার তেলে ভেজে ছেকে নিয়ে ঐ তেল কানে ফোটা দিবে। ইনশাআল্লাহ কানের ব্যথা দূর হবে। (চিরঞ্জীব বনৌষধি খ.১ পৃ.২৬১)
৩ নাম্বারঃ- সোহাগার খৈ খুব উত্তমরুপে মিহিন করে কানের ভিতর দিবে, পরে কয়েক ফোঁটা কাগজী লেবুর রস দিবে। যে কানে এই ঔষধ ব্যবহার করা হয়েছে ঠিক সে পাশের্^ শযন করবে এরুপ ২/৩ দিন করলে কানের খইল নিজ থেকেই বের হয়ে যাবে। বেহেস্তী জেওর খ.৯ পৃ. ৮২)
৪ নাম্বারঃ- কানের মধ্যে টাশ টাশ শব্দ হলে, কাঁচা মূলার রস একটু গরম করে দুই/ এক ফোঁটা করে দুই কানে দিলে এই সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। (চিরঞ্জীব বনৌষধি খ.২ পৃ.২১৮)
কান ভালো রাখতে নবীজি (সা.) যে দুআ শিখিয়েছেন
১ নাম্বারঃ- কান ভালো রাখতে নিম্নের দুআটি নবী করীম (সা.) উম্মাদদেরকে শিক্ষা দিয়েছেন নিজে আমল করার মাধ্যমে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, নবী করীম (সা.) বলতেন, اَللَّهُمَّ مَتِّعْنِيْ بِسَمْعِيْ وَبَصَرِيْ وَاجْعَلْهُمَا الْوَارِثَ مِنِّيْ وَانْصُرْنِيْ عَلَى عَدُوِّيْ وَأَرِنِيْ مِنْهُ ثَأْرِيْ
বাংলা উচ্চারণঃ আল্লাহুম্মা মাত্তি’নী বিসাময়ী ওয়া বাসারী ওয়াজআলহুমাল ওয়ারেছা মিন্নী ওয়ানসুরনী আলা আদুব্বী ওয়ারিনী মিনহু ছা-রী।অর্থঃ হে আল্লাহ, আপনি আমাকে আমার চোখ ও কানের দ্বারা উপকৃত করো এবং এগুলোকে আমার মৃত্যু পর্যন্ত সুস্থ রাখো, আমার শত্রæর বিরুদ্ধে আমাকে সাহায্য করো এবং তার থেকে প্রতিশোধ গ্রহণ করে আমাকে দেখাও। ( আল আদাবুল মুফরাদ খ.১ পৃ.২২৬)
পূর্ণ হাদিসঃ عَنْ أَبِيْ هُرَيْرَةَ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَ سَلَّمَ يَقُوْلُ : اَللَّهُمَّ مَتِّعْنِيْ بِسَمْعِيْ وَبَصَرِيْ وَاجْعَلْهُمَا الْوَارِثَ مِنِّيْ وَانْصُرْنِيْ عَلَى عَدُوِّيْ وَأَرِنِيْ مِنْهُ ثَأْرِيْ
২ নাম্বারঃ- আব্দুর রহমান ইবনে আবু বকর থেকে বর্ণিত তিনি তার পিতাকে বললেন, হে আমার পিতাজান আমি শুনি যে, আপনি প্রতিদিন সকাল-সন্ধা এই দুআ পাঠ করেন (এটা কেনো) اَللَّهُمَّ عَافِنِيْ فِيْ بَدَنِيْ اَللَّهُمَّ عَافِنِيْ فِيْ سَمْعِيْ اَللَّهُمَّ عَافِنيْ فِيْ بَصَرِيْ لَا اِلَهَ اِلَّا أَنْتَ
বাংলা উচ্চারণঃ আল্লাহুম্মা আফিনী ফী বাদানী আল্লাহুম্মা আফিনী ফী সাময়ী আল্লাহুম্মা আফিনী ফী বাসারী লাইলা ইল্লা আনতা।
অর্থঃ হে আল্লাহ! আমার শরীরকে সুস্থ রাখুন। হে আল্লাহ! আমার শ্রবণশক্তিকে সুস্থ রাখুন। হে আল্লাহ! আমার দৃষ্টিশক্তিকে সুস্থ রাখুন। আপনি ব্যতিত আর কোন ইলাহ নাই। তিনি বললেন হে আমার ছেলে হ্যা আমি রাসূলুল্লাহ (সা.) কে এই বাক্যগুলো দ্বারা দুআ করতে শুনেছি, আর আমি তাঁর সুন্নাতের উপর আমল করতে পছন্দ করি। ( আল আদাবুল মুফরাদ খ.১ পৃ. ২৪৪)
পূর্ণাঙ্গ হাদীসঃ
حدثني عبد الرحمن بن أبي بكرة أنه قال لأبيه : يا أبت اني أسمعك تدعو كل غداة اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا اله الا أنت تعيدها ثلاثا حين تمسي وحين تصبح ثلاثا —— فقال نعم يا بني سمعت رسول الله صلى الله عليه و سلم يقول بهن وأنا أحب أن أستن بسنته
কানের রোগে আকাবিরদের আমল
১ নাম্বারঃ- কান ব্যথা হলে করণীয়, নি¤েœর দুআটি পাঠ করে শরিষার তেলে ফুঁক দিয়ে তা কানে ফোঁটা ফোঁটা করে দিলে কানের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ। দুআটি এইঃ
اِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ اُوْلَئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا
২ নাম্বারঃ- নিম্নের দু’আটি পাঠ করে কানে ফুঁক দিলে কানের ব্যথা দূর হয়। এটি অনেক পরিক্ষিত আমল। দু’আটি এইঃ
كَأَنْ لَمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ [لقمان/৭]
কান পাকা বন্ধ হওয়ার আমল
৩ নাম্বারঃ- সূরা আলা তিন বার পাঠ করে কানে ফুঁক দিলে কান থেকে পুঁজ বের হওয়া বন্ধ হয়।
৪ নাম্বারঃ- কানের উপর হাত রেখে নিম্নের দুআটি পাঠ করলে কান পাকা বন্ধ হয়। দুআটি এইঃ
لَوْ أَنْزَلْنَا هَذَا الْقُرْآنَ عَلَى جَبَلٍ لَرَأَيْتَهُ خَاشِعًا مُتَصَدِّعًا مِنْ خَشْيَةِ اللَّهِ وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ (২১) هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ (২২) هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ (২৩) هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ (২৪) [الحشر/২১-২৪]
কানে শোনার আমল
৫ নাম্বারঃ- নিম্নের দুআটি পাঠ করে কানে কানে ফুঁক দিলে বধিরতা দূরীভূত হয়।দৃআটি এইঃ
وَاِذَا قُرِئَ الْقُرْأَنُ فَاسْتَمِعُوْا لَهُ وَاَنْصِتُوْا لَعَلَّهُمْ تُرْحَمُوْنَ
কানের শব্দ বন্ধ করার আমল
৬ নাম্বারঃ- নিম্নের দুআটি পাঠ করে কানে ফুঁক দিলে কানে শব্দ করা বন্ধ হয়। দুআটি এইঃ
مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ بَيْنَهُمْ تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِنَ اللَّهِ وَرِضْوَانًا سِيمَاهُمْ فِي وُجُوهِهِمْ مِنْ أَثَرِ السُّجُودِ ذَلِكَ مَثَلُهُمْ فِي التَّوْرَاةِ وَمَثَلُهُمْ فِي الْإِنْجِيلِ كَزَرْعٍ أَخْرَجَ شَطْأَهُ فَآزَرَهُ فَاسْتَغْلَظَ فَاسْتَوَى عَلَى سُوقِهِ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَغِيظَ بِهِمُ الْكُفَّارَ وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ مِنْهُمْ مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا (২৯)
(আ’মলিয়াতে কাশমীরী রহ. ৭৯-৮১)
Comments (0)