জ্বর হলে নবীজি (সা.) ও আকাবিরগণ যা করেছেন
জ্বর কাকে বলে? কোনো কোনো রোগের কারণে দেহের স্বাভাবিক তাপমাত্রা বেড়ে যাওয়াকে জ¦র বলা হয়। কারণ যাই হোক, দেহে তাপ উৎপাদন ও তাপ নির্গমনের ভারসাম্য নষ্ট হলে দেহের দাপ বৃদ্ধি পায়। মস্তিষ্কের হাইপোথ্যালামাস নামক অংশে তাপনিয়ন্ত্রণকেন্দ্র অবস্থিত। ঐ কেন্দ্রে তাপ-উৎপাদক পাইরোজেন জাতীয় উপাদানের প্রভাবে জ¦র দেখা দেয়। জীবাণু বা দেহকলা থেকে পাইরোজেন তৈরি হতে পারে। […]