বাচ্চাদের বদ-নজর লাগলে রুকইয়াহ

 

বাচ্চাদের বদ নজর লাগলে রুকইয়াহ

(১) নাজদের অধিবাসী এক লোক ছিল যে, নি¤েœর আয়াতগুলো পাঠ করে বাচ্চাদের বদ- নজর লাগলে রুকইয়াহ করতেন। (খাওয়াস্সুল কুরআন ৯৬)
وَ نُنَزِّلُ مِنَ الْقُرْاٰنِ مَا هُوَ شِفَآءٌ وَّ رَحْمَةٌ لِّلْمُؤْمِنِیْنَ(সূরা ইসরাইল ৮২)
قُلْ بِفَضْلِ اللّٰهِ وَ بِرَحْمَتِهٖ فَبِذٰلِكَ فَلْیَفْرَحُوْا ؕ (সূরা ইউনুস ৫৮)

(২) হযরত আলী (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন: যখন ফেরেশতা জিব্রাইল (আ.) নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে এসে তাকে উদ্বিগ্ন দেখলেন, তিনি বললেন: হে মুহাম্মদ, তোমার মুখাবয়বে এই উদ্বেগ কেন? নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন: হাসান ও হুসাইনকে বদ-নজর আক্রান্ত করেছে। জিব্রাইল (আ.) বললেন: বদ-নজর সত্যি, এটি সত্যি। আপনি কি তাদের এই শব্দগুলোর দ্বারা শিফা চাবেন না? নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জিজ্ঞাসা করলেন: কী বলা হবে, হে জিব্রাইল? জিব্রাইল (আ.) বললেন: বলেন,
اَللَّهُمَّ ذَا السُّلطَانِ الْعَظِيمِ وَالْمَنِّ الْقَدِيمِ، ذَا الْوَجْهِ الْكَرِيمِ وَلِيَّ الْكَلِمَاتِ التَّامَّاتِ وَالدُّعَوَاتِ الْمُسْتَحَبَّاتِ.
উচ্চারণঃ
আল্লাহুম্মা যা সুলতানিল আযীম, ওয়াল-মানিল কাদীম, যাল-ওয়াজহিল কারীম, ওয়ালিয়া কালিমাতিত-তাম্মাতি ওয়া দুআওয়াতিল মুসতাহাব্বাত।
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এই দোয়া পড়লেন, তারপর হাসান ও হুসাইন তাঁর সামনে খেলতে লাগলেন। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন: তোমরা নিজেদের, নিজেদের স্ত্রী ও সন্তানদের এই দোয়া দ্বারা আশ্রয় দাও, কারণ এর মতো আর কোনো দোয়া নেই যা এত উপকারী। এটি ইবনে কাসির তাঁর তাফসীরে (৪১১/৪) উল্লেখ করেছেন।

×

Hello!

Click below to chat on WhatsApp

×